আদালতের রায় বাস্তবায়ন করতেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এই ইস্যুতে সময়মতো মত দেয়নি আইন মন্ত্রণালয়।
বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে। ইতোমধ্যে তার নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আগে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শও চেয়েছিল ইসি।